
বিসমিল্লাহির রহমানির রহীম
ভুমিকা
নাহমাদুহ ওয়া নুসল্লী আ’লা রসূলিহিল কারীম আম্মা বা’দ
বস্তুত ইলমে ওয়াহী ও উলুম নব্যুতই ইলম হিসেবে আখ্যায়িত হওয়ার যোগ্য। এই ইলমই পারে তমসাচ্ছন্ন অন্ধকারে ঘেরা মানব সমাজকে আলোকজ্জল মুক্তির রাজপথে উঠিয়ে নিয়ে আসতে, সভ্যতার আলো ঝলমল নগরী পৌছে দিতে। এই ইল্ম এবং তদানুযায়ী আমলই মানুষকে পরিণত করে প্রকৃত মানুষে। মানুষের মাঝে জাগিয়ে তোলে মানবতাবোধ। মানুষের মধ্যকার হায়ওয়ানিয়াত ও পশু প্রবৃত্তিকে খতম করে তাকে করে তুলে উম্মুখ পারা।